টটেনহ্যামের শীর্ষ চারের স্বপ্ন শেষ করে দিল লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক

টটেনহ্যামকে রোববার প্রিমিয়ার লিগে ৪-২ গোলে পরাজিত করে লিভারপুল দুই ম্যাচ পরে জয়ের দেখা পেয়েছে। এই পরাজয়ে টটেনহ্যামের শীর্ষ চার-এ থেকে লিগ শেষ করার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। এদিকে দিনের আরেক ম্যাচে ব্রাইটনের কাছে ১-০ গোলে পরাজিত হলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার দ্বারপ্রান্তেই রয়েছে এ্যাস্টন ভিলা। এ্যানফিল্ডে জয়ী হতে পারলে চতুর্থ স্থানে ভিলার সাথে পয়েন্টের ব্যবধান কমাতে পারতো স্পার্সরা। কিন্তু ২০০৪ সালের পর প্রথমবারের মত লিগে টানা চার পরাজয়ে শীর্ষ চারের থেকে অনেকটাই ছিটকে গেছে তারা।

গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের সাথে ড্র হওয়া ম্যাচে বাদ পড়ার পর গতকাল মোহাম্মদ সালাহ লিভারপুল দলে ফিরেছেন। মিশরীয় এই তারকা কোচ জার্গেন ক্লপের সাথে বদলী হিসেবে লন্ডন স্টেডিয়ামে নামার সময় কিছুটা বিতর্কে জড়িয়েছিলেন। এছাড়া ম্যাচ শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন এ বিষয়ে মুখ খুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে।

১৬ মিনিটে সালাহর গোলেই এগিয়ে যায় লিভারপুল। মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটি সালাহর ২৫তম গোল। ক্লপ তার নয় বছরের মেয়াদের শেষ সপ্তাহে উপনীত হয়েছেন। কোডি গাকপোর ক্রসে সালাহর গোলে অবশ্য ক্লপ খুশীই হয়েছে। এ্যান্ড্রু রবার্টসন বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুন করেন। সালাহর শট গুগলিয়েলমো ভিকারিও রুখে দিলে পোস্টের খুব কাছে থেকে ফিরতি শটে বল জালে জড়ান এই স্কটিশ। ৫০ মিনিটে হার্ভি এলিয়টের ক্রস থেকে গাকপো তৃতীয় গোল করলে টটেনহ্যামের আর কিছুই করার ছিলনা। ৫৯ মিনিটে ২০ গজ দুর থেকে দুর্দান্ত কার্লিং শটে বল জালে পাঠান এলিয়ট। ৭২ মিনিটে রিচার্লিসন ও পাঁচ মিনিট পর সন হেয়াং-মিন আরো এক গোল করলে টটেনহ্যাম কিছুটা স্বস্তি পায়।

তৃতীয় স্থানে থাকা লিভারপুল লিগে গত তিন ম্যাচে এই প্রথম জয় পেয়েছে। গাণিতিক ভাবে তারা শিরোপা দৌড়ে এখনো টিকে থাকলেও বাস্তবতা ভিন্ন। টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র দুই ম্যাচ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.