টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আবারও ভারতের কাছে হার মানল বাংলাদেশ। নির্ধারিত সময়ে দারুণ লড়াই করে ২-২ গোলে সমতায় এনেও টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় লাল-সবুজরা। এতে সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ভারত।

বাংলাদেশ ও ভারতের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালটি শেষ হতে পারতো নির্ধারিত সময়েই। কলম্বোর রেসকোর্স স্টেডিয়াম নাটকীয়তা তুলে রেখেছিলে বলেই শেষ বাঁশির ঠিক আগে ম্যাচে সমতা (২-২) এনেছিল বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ভুটানিজ রেফারি ইনজুরি সময় দিয়েছিলেন ৫ মিনিট। তখনো ভারত ২-১ গোলে এগিয়ে। বাড়িয়ে দেওয়া সেই সময় পেড়িয়ে খেলা গড়িয়েছিল ৯৬ মিনিটে। শেষ বাঁশি বাজাতে রেফারি বারবার হাতের ঘড়ি দেখছিলেন। ঠিক তখনই বাংলাদেশ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটি নিয়ে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে গোলাম রব্বানী ছোটনের বাংলাদেশ দল হেরে যায় ৪-১ গোলে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.