ক্রীড়া প্রতিবেদক
গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এখন শেষ পর্যায়ে। আর সেখানেই শিরোপা ধরে রাখার মিশনে তৈরি রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ফাইনালের টিকিট কেটেছে দলটি। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা, প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
শিরোপা জিততে পারলে টুর্নামেন্টের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে রংপুর রাইডার্স। দলকে টানা দ্বিতীয়বার ফাইনালে তোলায় ইতিমধ্যে খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করেছে মালিকপক্ষ।
রংপুর রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, রংপুর রাইডার্স জিএসএলের ফাইনালে ওঠায় ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১২ লাখ টাকা। এছাড়া খেলোয়াড়দের আলাদাভাবে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।
এবারের আসরে রংপুরের অন্যতম অর্জন সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে ওঠা। সাকিবদের বিদায় করে সোহানরাই এগিয়ে গেছে শিরোপার লড়াইয়ে। রংপুর রাইডার্স স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান, খালেদ আহমেদ ও আবু হায়দার রনির মতো পরিচিত মুখ। বিদেশি কোটায় আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ভারতীয় হারমিত সিং এবং খাজা নাফি।