ক্রীড়া প্রতিবেদক
টিকা জটিলতার কারণে জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন । আজ এক ভিডিও বার্তার মাধ্যমে সফরসুচি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। নব-নিযুক্ত স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাব্রেরার অধীনে চলতি মাসের ২৪ ও ২৭ তারিখ ইন্দোনেশিয়ার বালিতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল জাতীয় ফুটবল দলের। সেই লক্ষ্যে আগামী শনিবার ঢাকায় পৌঁছানোর কথা নতুন কোচের।
নাবিল বলেন,‘ ইন্দোনেশীয় ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে, দেশটিতে প্রবেশ করতে হলে দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যোকের দুই ডোজ করে কোভিডের টিকা গ্রহন বাধ্যতামুলক। কিন্তু বর্তমানে দলের মাত্র ১৫ জন খেলোয়াড়ের দুই ডোজ টিকা নেয়া রয়েছে। আর ৭ জন এক ডোজ টিকা গ্রহন করেছে। বাকী ৬ জন খেলোয়াড় এখনো পর্যন্ত কোন টিকা নেয়নি।’
তিনি বলেন, ‘সুতরাং এই মুহুর্তে টিকা সমস্যার কারণে ইন্দোনেশিয়ায় দল পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়।’নাবিলের আশা আগামী মার্চে ফিফার পরবর্তী উইন্ডোর আগেই জাতীয় ও অনুর্ধ-২৩ দলের ৪০ থেকে ৫০জন খেলোয়াড়কে টিকার আওতায় আনা সম্ভব হবে।