ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের বিমানে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন সাকিব, শান্তরা।
যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ২১, ২৩ ও ২৫ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
২ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলংকার বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে গতকাল দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাজে পারফরমেন্সের মধ্যে থেকেও বিশ্বকাপ দলে লিটন দাসের অন্তর্ভুক্তি সমালোচনার জন্ম দিয়েছে। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই লিটনকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক।