ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও তিনি ছিটকে গেছেন। লিটন দাসকে টি-২০ সিরিজের অধিনায়ক করা হয়েছে।
টি-২০ দলে নতুন মুখ একটি। পেসার রিপন মন্ডল প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ইনজুরিতে পড়া শামীম পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজে টি-২০ দলের সঙ্গে যোগ দেবেন। তবে তাওহীদ হৃদয় ফিরতে পারেননি। ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানও নেই দলে। পারভেজ ইমন ও আফিফ হোসেনকে তাই টি-২০ দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।
ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১২ ডিসেম্বর। পরবর্তীতে দুই দল ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বাংলাদেশের টি-২০ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।