টি টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা সফর শেষ করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অন্তত টি টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। কলম্বোয় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন অলআউট ক্রিকেট খেলে সিরিজ জিতে দেশে ফিরতে চান তারা।

বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষে হতাশ করেছে। পাল্লেকেলে স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে দলীয় ব্যর্থতার প্রদর্শনী দেখতে হয়েছে সমর্থকদের। আজ সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচে লিটনরা জিতলেই খুশি হবেন দর্শক।

ডাম্বুলায় যেভাবে দলীয় পারফরম্যান্সের প্রদর্শনী হয়েছে কলম্বোর ম্যাচটি সেভাবে খেলতে পারলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ থাকবে। মোহাম্মদ সালাউদ্দিনের মতে, ‘শেষ ম্যাচটি যেভাবে খেলেছি, আমার মনে হয় তাতে ছেলেরা ভালো ছন্দ পেয়েছে। আত্মবিশ্বাসটা ফিরে এসেছে। আশা করব, এখানে সিরিজটা ভালোভাবে শেষ করার।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপে। দ্বিপক্ষীয় সিরিজে প্রথম জয় এসেছিল শ্রীলঙ্কায়। ২০১৭ সালে জয়ের সেই ম্যাচটি ছিল আজকের ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে। সেটি আবার মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার ম্যাচও। ওই জয়ের পর থেকে টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শেষ ১২ ম্যাচের পাঁচটি জয় লিটনদের। তিন জাতি নিদাহাস ট্রফি টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিকদের দর্শক বানিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলার বড় প্রেরণা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.