ক্রীড়া প্রতিবেদক
ফিফা প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপের বাছাইপর্ব সবমিলে চারটি ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ র্যাংকিংয়ে অনেক এগিয়ে। প্রতিপক্ষ শক্তিশালী। তাই তাদের আক্রমণ সামলানোটাই বাংলাদেশ দলের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বড় পরীক্ষা দিতে হবে দলের রক্ষণভাগ ও গোলকিপারকে। বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকোও জানেন গোলবারের নিচে বড়সড় পরীক্ষাই দিতে হবে তাকে।
ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর এশিয়ান কাপ বাছাইপর্বে জামালদের তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কেমেনিস্তান ও মালয়েশিয়া। এসব দলের বিপক্ষে গোলকিপারদের নিজেদের প্রমাণের অনেক সুযোগ আছে বলে জানিয়েছেন গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য। গোলকিপারদের নিয়ে কাজ করার যথেষ্ট সময় পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে মাহবুবুর রহমান সুফীল এখনও দলের সাথে যোগ দেননি। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। তবে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে মালয়েশিয়ায় দলের সাথে যোগ দেবেন তিনি।