ডিসেম্বরেই শেষ হচ্ছে না বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। নতুনভাবে সাজছে জাতীয় জনকের নামে এই স্টেডিয়াম। কাজের অগ্রগতি দেখতে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাজের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

ক্রীড়ামন্ত্রীকে কাজের অগ্রগতি সম্পর্কে জানান স্টেডিয়ামের সংস্কার কাজের দায়িত্বে থাকা ব্যাক্তিরা। এরপর স্টেডিয়ামের আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্টেডিয়ামের সংস্কার কাজ এ বছর ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পুরো প্রস্তুত হতে আরও সময় লাগবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

স্টেডিয়ামের ভেতর আধুনিকায়ন হলেও বাইরের দোকানপাট সড়ছে না। তবে ভবিষ্যতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সব দোকান একটি নির্দিষ্ট টাওয়ারে চলে যাবে বল জানান জাহিদ আহসান রাসেল।

এছাড়া কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নতুন টার্ফ বসানো হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সভা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সংস্কার কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্ব মানের পর্যায়ে গড়ে তোলার তাগিদ দেন তিনি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.