ঢাকা টেস্টে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে আছে শ্রীলংকা। টাইগারদের ৩৬৫ রানের জবাবে ২ উইকেটে ১৪৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা।

এদিকে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মুদ্রার এপিট ও ওপিট দু’টিই দেখেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে এই টেস্টে দলের ছয় ব্যাটার শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেন। ছয় ব্যাটার শুন্যতে ফেরার ইনিংসে দু’টি সেঞ্চুরিও আছে টাইগারদের। এমন ঘটনা টেস্ট ইতিহাসে আগে কখনও ঘটেনি। যা প্রথম বাংলাদেশই করলো।

নিজেদের টেস্টে এক ইনিংসে শুন্য রানে ছয় ব্যাটার ফিরেছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ-ভারত-নিউজিল্যান্ডের। এরমধ্যে পাকিস্তান ও ভারতের ১টি করে হাফ-সেঞ্চুরি রয়েছে। কিন্তু কোন সেঞ্চুরি নেই। এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম।

ঢাকা টেস্টে মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, খালেদ আহমেদ ও এবাদত হোসেন শুন্য রানে ফিরেন। আর সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশি অপরাজিত ১৭৫ ও লিটন ১৪১ রান করেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.