ক্রীড়া প্রতিবেদক
তামিম ইকবালের বিধ্বংসী ইনিংসে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। বরিশালের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট নেন।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধীরগতির ছিল বরিশালের। প্রথম ১৮ বলে মাত্র ১২ রান তুললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে শুরু করে তারা। মায়ার্স ১১ বলে ২৪ রান করে আউট হলেও, তামিমের ব্যাটিং তাণ্ডব থামেনি। তিনি মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করেন এবং এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৪৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তামিম। ইনিংস শেষ করেন একটি ছক্কা মেরে। মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ২৪ বলে ৩৪ রান করেন।