তারুণ্যের উৎসব-২০২৫: আন্ত:জেলা বালিকা সাঁতার প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডি রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্ত:জেলা বয়সভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা’। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান বালিকাদের খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২১টি জেলার ১০৭ জন সাঁতারু অংশ নিয়েছে।

প্রতিযোগিতায় ০৮ থেকে ১৪ বছর বয়সী বালিকা সাঁতারুদের তিনটি ভিন্ন গ্রুপে (ক-গ্রুপ: ০৮-১০ বছর, খ-গ্রুপ: ১১-১২ বছর এবং গ-গ্রুপ: ১৩-১৪ বছর) ভাগ করা হয়েছে। তারা ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ও ১০০ মিটার ব্যাক স্ট্রোক, ৫০ মিটার ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০ মিটার ও ১০০ মিটার বাটার ফ্লাই, ১০০ মিটার ফ্রি স্টাইল এবং ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে—এই মোট ৯টি ইভেন্টে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি এবং মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তার বক্তব্যে তিনি জানান, এই প্রতিযোগিতায় যেসব সাঁতারু ভালো পারফর্ম করবে, তাদের বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চলমান ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাদের খুঁজে বের করার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর মোঃ আতিকুর রহমান (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ ইসমত আরা হায়দার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলী। আগামীকাল বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.