ক্রীড়া প্রতিবেদক
পেসার তাসকিন আহমেদের রেকর্ড বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। আজ টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন। নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছিলো রাজশাহী। আর রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরে বিপিএল শুরু করেছিলো ঢাকা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্বার রাজশাহীর পেসার তাসকিনের তোপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। তাসকিনের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তাসকিন। ১৭৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তাসকিনের সেরা বোলিং ফিগার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা।
১৭৫ রানের টার্গেটে শেষ পর্যন্ত ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে রাজশাহীর জয় নিশ্চিত করেন এনামুল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এনামুল। বার্ল ৩৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। মুস্তাফিজ-মুকিদুল ও বাবু ১টি করে উইকেট নেন।