তিন ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

এ বছরের শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ২৮ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

৬ ডিসেম্বর থেকে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। হ্যামিল্টনের সিডন পার্কে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

গেল বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়। তবে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিলো না।

নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

২৮ নভেম্বর- ২ ডিসেম্বর : প্রথম টেস্ট, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

৬-১০ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

১৪-১৮ ডিসেম্বর : তৃতীয় টেস্ট, সিডন পার্ক, হ্যামিল্টন

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.