তুরষ্ককে উড়িয়ে দিয়ে শেষ ষোলতে পর্তুগাল, লড়াইয়ে ফিরেছে বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

ডর্টমুন্ডে তুরষ্ককে ৩-০ গোলে বিধস্ত করে ইউরো চ্যাম্পিয়নশীপের নক আউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। দিনের আরেক ম্যাচে উজ্জীবিত রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরোর আশা টিকিয়ে রেখেছে বেলজিয়াম। ২০১৬ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল অন্য আরো কয়েকটি দলের সাথে জার্মানিতে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে। ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে এক ম্যাচ হাতে রেখে পরের রাউন্ডে উঠেছে পর্তুগীজরা। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এবারের আসরে প্রথমবারের মত খেলতে আসা জর্জিয়া।

ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা ২১ মিনিটে প্রথম গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। নুনো মেনডেসের লো ক্রস ডিফ্লেকটেড হয়ে তার কাছে আসলে প্রথম সুযোগেই সিলভা বল জালে জড়ান। সাত মিনিট পর হাস্যকর এক আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন হয়। হুয়াও ক্যান্সেলো রোনাল্ডোকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন। কিন্তু সামেট আকাইডিন সেই বল নিয়ে গোলরক্ষক অল্ডে বেইন্ডিরের দিকে ব্যাক পাস করেন। কিন্তু বেইন্ডি তার স্থান ছেড়ে অনেকটাই বাইরে বেরিয়ে আসলে সেই বল ধরার তার সাধ্য ছিলনা। ডিফেন্ডার জেকি সেলিক অনেকটা দৌড়ে গিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করলেও তার আগেই বল গোল লাইন ক্রস করে।

এরপর তুরষ্ককে কখনই ম্যাচে ফিরে আসতে দেখা যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনাল্ডো গোলের সুযোগ পেলেও নি:স্বার্থ ভাবে ব্রুনো ফার্নান্দেসের দিকে বল বাড়িয়ে দেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই এ্যাটাকিং মিডফিল্ডার সহজ গোলে দলের বড় জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করে ইউরো যাত্রা শুরু করেছি পর্তুগাল। এবারের আসরে এ পর্যন্ত তিনটি দল তাদের প্রথম দুই ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিয়েছে তাদের মধ্যে অন্যতম পর্তুগাল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.