মোঃ শফিকুল আলম
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। তুর্কেমিনিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডের পথ সুগম করেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ আজ জয় পেয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দিয়েছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচে প্রতিনিয়ত বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে গেছেন তারা। তাদের হতাশ করেনি মেয়েরা। দুই মিনিটেই ম্যাচে লিড নেয় বাংলাদেশ। গোল করেন পূজা দাস। তিন মিনিট পরই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে জয়নব রিতার গোলে। প্রথমার্ধে বাংলাদেশ স্কোরলাইন ৩-০ করে ৩৮ মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে।
বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে গোল করেন থুইনু মারমা। ম্যাচ যতো সামনে এগিয়েছে আক্রমণের ধার বেড়েছে বাংলাদেশের। এরপর দুটি পেনাল্টি পায় বাংলাদেশ দল। ৬০ মিনিটে স্পট কিক থেকে গোল করেন সুরভী প্রীতি। ৮২ মিনিটে স্পট কিক থেকে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন বদলি হিসেবে নামা শ্রীমতি তৃষ্ণা। বাছাইপর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে আগামী রোববার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টার্গেট সেট করেছে বাংলাদেশ দল।