ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দলের এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে খেলা শুরু হবে সিঙ্গাপুর সময় রাত আটটা অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ম্যাচের আগে সিঙ্গাপুরে অনুশীলনের জন্য একদিনই সময় পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু দলের প্রস্তুতি ভালো বলছেন ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস ও হেড কোচ গোলাম রব্বানী ছোটন। জয় দিয়েই বাছাইপর্ব শুরুর কথা জানিয়েছেন তারা।
সিঙ্গাপুরে বাংলাদেশ দল নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরী হয়েছে বলে জানিয়েছেন দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাছাইপর্বে বাংলাদেশ খেলছে ডি গ্রুপে। এই গ্রুপের অন্য দল হচ্ছে স্বাগতিক সিঙ্গাপুর। দু’টি ম্যাচ জিতেই বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে যেতে চায় বাংলাদেশ।