ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করার লক্ষ্য নিয়ে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কাল তুর্কেমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। একই দিন কাল তুর্কেমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ সমতায় শেষ হলে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
ফিফা র্যাংকিংয়ে ১৪১তম স্থানে আছে তুর্কেমেনিস্তান। টুর্নামেন্টে ২ ম্যাচে ১টি করে ড্র ও হারে ১ পয়েন্ট রয়েছে তাদের। এছাড়া স্বাগতিক মিয়ানমারের ৩ ও বাহরাইনের ১ পয়েন্ট রয়েছে। তুর্কেমেনিস্তানের বিপক্ষে ম্যাচেও দলের কাছ থেকে সেরা পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ প্রধান কোচ পিটার বাটলার।