তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। পল্টন ময়দানে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল। আগের ম্যাচের মতো আজকের ম্যাচও দারুন উত্তেজনা ছড়িয়েছে।

দ্বিতীয় ম্যাচ দারুণভাবে জয়ের পর তৃতীয় ম্যাচের শুরু থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গিয়েছে নেপালকে। প্রথমেই দুই পয়েন্ট আদায় করে নেয় তারা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও পয়েন্ট সংগ্রহের দিকে মনযোগী হয়। লড়াই যে জমে উঠবে সেটা ম্যাচের শুরুর প্রতিদ্বন্দ্বিতাই বলে দিয়েছে। প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে। সমান তালে খেলছে বাংলাদেশ ও নেপাল। মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। আর এক সময় ব্যাবধান কমিয়ে ম্যাচে এগিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশও ঘুরে দাঁড়ায়। এক সময় নেপাল এগিয়েছে। আবার প্রতিপক্ষকে টপকে বাংলাদেশও লিড নিয়েছে। সিরিজে এগিয়ে যেতে দুই দলই তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। তবে ম্যাচের শেষ মিনিটে লোনা সহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ।


img 20250225 wa0018

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে। আগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.