ক্রীড়া প্রতিবেদক
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ওপর ভর করে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে গড়ে তোলা এই স্কোরই হলো ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ সংগ্রহ।
এরপর নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ও তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে তারা হারিয়েছে ১৭৮ রানের বিশাল ব্যবধানে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ২৭১ রান। জবাব দিতে নেমে ফাহিমা খাতুন এবং জান্নাতুল ফেরদৌসের হাতেই ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে গেলো থাই মেয়েরা। এই দুই বোলারই থাইল্যান্ডের ১০ উইকেট সমানভাগে (৫টি করে) ভাগ করে নিলো।
টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৮০ বলে ১০১ রানে ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ২৭১ রান। নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান। এবার সেটা ছাড়িয়ে গেছে তারা।