থাই কোচ পাসারার অধীনে বাংলাদেশ টেবিল টেনিস দলের নতুন যাত্রা

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিতব্য তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল নতুনভাবে নিজেদের প্রস্তুত করছে। এই লক্ষ্যকে সামনে রেখে, দলের প্রশিক্ষণের মান বাড়ানোর জন্য থাইল্যান্ড থেকে একজন অভিজ্ঞ কোচ নিয়োগ করা হয়েছে।

২৫ বছর বয়সী থাই কোচ প্যাটারাথ্রোর্ন পাসারা দুই মাসের জন্য বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাথে চুক্তি করেছেন। তার পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। কোচের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও তার দক্ষতা প্রশ্নাতীত। ২০২২ সালে তার ওয়ার্ল্ড র‍্যাংকিং ছিল ৩১৪ এবং তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়াও, ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি স্বর্ণ ও রৌপ্যপদক অর্জন করেন। যদিও বর্তমানে তিনি কোনো আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে সক্রিয় নন, তার প্রশিক্ষণ এবং কৌশলগত জ্ঞান দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানান, থাই কোচ আনার পাশাপাশি বিদেশি সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনারও পরিকল্পনা রয়েছে। একই সাথে, খেলোয়াড়দের বিদেশে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যাপারেও ফেডারেশন আগ্রহী।

বর্তমানে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের একটি আট সদস্যের দল এবং সিনিয়র পুরুষ ও মহিলা দলের প্রায় ৩২ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প চলছে। আগামী ৮ আগস্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র দলের সদস্য সংখ্যা কমিয়ে ২০ জনে আনা হবে। এরপর নির্বাচিত সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রথমে থাই কোচের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে, আর বাকিরা স্থানীয় কোচদের অধীনে প্রশিক্ষণ চালিয়ে যাবে। এই নতুন উদ্যোগে বাংলাদেশ টেবিল টেনিস দল আন্তর্জাতিক মঞ্চে ভালো ফলাফল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.