দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। পরে প্রথম ইনিংসে ১৫৯ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান করে অলআউট হয় বাংলাদেশ। ৫ দিনের টেস্ট ২ দিনে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেল শান্তবাহিনী।

দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলতে পেরেছিল মোটে ১৫৯ রান। সফরকারীরা ফলো অন করায় নাজমুল হোসেন শান্তর দলকে। ৪১৬ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। ৪৩ রান তুলতেই খুইয়ে বসে ৪ উইকেট।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ রীতিমতো অসহায় আত্মসমর্পণই করেছে। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ৩৬ রানের ইনিংসে কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকরা কিছুই করতে পারেননি। শেষ দিকে অভিষিক্ত মাহিদুল অঙ্কন ২৯ আর হাসান মাহমুদ করেন ইনিংস সর্বোচ্চ ৩৮ রান। তাতে অবশ্য ব্যবধানটাই একটু কমেছে, আর তেমন কোনো লাভ হয়নি। শেষ বিকেলে বাংলাদেশ অলআউট হয় ১৪৩ রানে। তাতে ইনিংস ও ২৭৩ রানের হারে সিরিজে হোয়াইটওয়াশ হয় শান্তর দল।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.