দশজন নিয়ে সাইফকে কাঁপিয়ে দিলেও পরাজয় এড়াতে পারেনি মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা কাপ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেল সাইফ স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচে ৩-০ গোলে সাইফ এগিয়ে গেলেও শেষ দিকে দশজন নিয়ে খেলে দুই গোল পরিশোধ করে মুক্তিযোদ্ধা।

কমলাপুরের বীরেশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে সুযোগ তৈরী হয়েছিল সাইফের সামনে। কিন্তু এমফন সানডে বলের নাগাল নেয়ার আগেই তা চলে যায় মুক্তিযোদ্ধার গোলকিপার রাজিবের কাছে।

১৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাগ। দুইবার গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেন নি । দু’বারই গোলবার অক্ষত রাখেন মুক্তিযোদ্ধার গোলকিপার মোহাম্মদ রাজিব।

১৮ মিনিটে ফাহিমের গোলে লিড নেয় সাইফ স্পোর্টিং। দারুণভাবে আড়াআড়ি শটে গোল করেন ফাহিম। ২৪ মিনিটে জায়গা করে শট নিয়েছিলেন মুক্তিযোদ্ধার মিশরীয় ফরোয়ার্ড আহমেদ আইমান। ডান দিকে পরে বল নিজের আয়ত্তে নেন সাইফের গোলকিপার মিতুল হোসেন।৩৩ মিনিটে আড়াআড়িভাবে ভালো শট নিয়েছিলেন সাইফের এমেকা ওগবাগ। বা দিকে ঝাপিয়ে সেই বল নিজের গ্রিপে নিয়েছেন মুক্তিযোদ্ধার গোলকিপার রাজীব। ৪১ মিনিটে এমেগা ওবাগের সাথে বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করেন নাসিরুল ইসলাম।

প্রথমার্ধের শেষ দিকে জামাল ভূইয়ার ব্যাকপাস গোলকিপার মিতুল গ্রিপে নিলে ডি বক্সের ভেতর ফ্রি কিক দেন রেফারি। এরকম ফ্রি কিক ফুটবলে সাধারণত দেখা যায় না। গোলকিপার সহ সাইফের সব ফুটবলার গোলপোস্টের সামনে মানব দেয়াল তৈরী করে। কিন্তু  সেই দেয়াল ভেদ করতে পারেনি মুক্তিযোদ্ধা।

৪৭ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। সাইফের্ এমফন সানডের শটে বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ৭৬ মিনিটে দশ জনের দলে পরিণত হয় মু্ক্তিযোদ্ধা। ফাহিমকে ফাউল করে সজন মিয়া দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বার বার সুযোগ নষ্ট হলেও ৮১ মিনিটে আর সেটি হয়নি। সাজ্জাদ হোসেনের গোলে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব।

৮৭ মিনিটে এক গোল পরিশোধ করে মুক্তিযোদ্ধা কেসি। গোল করেন জাপানিজ ফরোয়ার্ড তেতসুয়াকি। ম্যাচের ইনজুরি টাইমে ডি বক্সের ভেতর নাসির তেতসুয়াকিকে ফাউল করলে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। স্পট কিক থেকে গোল করেন তেতসুয়াকি। আর ম্যাচ শেষ হয় সাইফের ৩-২ গোলের জয়ে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.