ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এখন নতুন নামে বাংলাদেশ ফুটবল লিগ। নতুন নামে এই যাত্রায় শুরুটা ভালো হয়নি ঢাকা আবাহনীর। মুন্সিগঞ্জে দশ জনের রহমতগঞ্জকে পেয়েও গোলশূন্য ড্র করেছে তারা। মানিকগঞ্জে অন্য ম্যাচে আরামবাগ ১-১ গোলে ড্র করেছে ফকিরেরপুল ইয়ংমেন্সের সাথে।
রহমতগঞ্জের বিপক্ষে লিগে টানা দুইবার ড্র করলো আবাহনী। গত মৌসুমের দ্বিতীয় পর্বে দুই দলের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। হারানো শিরোপা উদ্ধার করতে এবার বেশ কোমর বেঁধেই নেমেছিল আবাহনী। গত মৌসুমের সেরা ফুটবলার মোহামেডানের সোলেমান দিয়াবাতে ও স্থানীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা আল-আমিনকে নিয়ে আক্রমণভাগ শক্তিশালী করেও প্রথম ম্যাচে গোল আদায় করতে পারেনি আবাহনী।
এমন কি ১০ জনের দল পেয়েও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আবাহনী। ৩৯ মিনিটে রহমগঞ্জের মোহাম্মদ আরাফাত হোসেন লালকার্ড দেখলে বাকি ৫১ মিনিট দলটি একজন কম নিয়ে খেলে। তারপরও আবাহনী পারেনি গোল বের করতে।

