ক্রীড়া প্রতিবেদক
দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
সহজ জয় পেলেও অবশ্য বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। কিন্তু ঐ ইনিংস খেলার পথে তিনবার জীবন পান ওপেনার তানজিদ। তার মারমুখী ব্যাটিংয়ে ২৮ বল বাকী রেখেই জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে তানজিদসহ টপ অর্ডারের তিন ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তারপরও মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।
দুই ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন হৃদয়। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা হৃদয়।
দুই ম্যাচেই জিম্বাবুয়েকে বড় স্কোর করতে না দিয়ে, ব্যাটারদের রান তাড়ার কাজটা সহজ করে দেওয়ার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ম্যাচেও বোলার-ব্যাটাররা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদী শান্ত।