দুটি মাঠে টার্ফ বসাল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলের উন্নয়নের জন্য ফিফা থেকে বরাদ্দ পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই অর্থ দিয়ে দুটি মাঠে আর্টিফিসিয়াল টার্ফ বসানোর কাজ করছিল বাফুফে। এক বছরেরও কম সময়ে দুটি টার্ফই উদ্বোধন করা হলো।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনে টার্ফ উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দুটি টার্ফের একটি বসেছে বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ মাঠে। অন্যটি কমলাপুর স্টেডিয়ামে। কমলাপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

দুটি টার্ফের কাজ শেষ করতে খরচ হয়েছে ১.৩ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যেটা দাঁড়ায় প্রায় ১৬ কোটি টাকা। এই টাকার পুরোটাই বাফুফেকে দিয়েছে ফিফা।

উদ্বোধন শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এই দুটি প্রজেক্ট শেষ করতে আমাদের ফাইনাল বাজেট হয়েছে ১.৩ মিলিয়ন ডলার। পুরোটাই ফিফার থেকে আমরা পেয়েছি। তারাই একটা কোম্পানিকে দিয়েছে, যেটি একটি ডাচ কোম্পানি, এর মাধ্যমে আমরা অবশেষে বুঝে পেয়েছি। এই ১.৩ মিলিয়ন ডলারে সবকিছু অন্তর্ভুক্ত।’

কতদিনের মধ্যে এই দুটি টার্ফে খেলা শুরু হতে পারে সেই ব্যাপারে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আশা করছি, আগামী দুই-এক মাসের মধ্যে ঢাকা মহানগরের খেলা বা বয়সভিত্তিক দলের খেলা টার্ফে শুরু করব।’ সঠিকভাবে নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করতে পারলে আগামী ১৫ বছর এই টার্ফে খেলা পরিচালনা করতে পারবে বাফুফে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.