মোঃ শফিকুল আলম
টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শেখ মেহেদী আর ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামীম। আর তাতেই ডুবলো শ্রীলংকা। টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় থাকায় তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত ফাইনাল। আর সেই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর দুর্দান্ত ব্যাটিং করে ২১ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এবারের সফরে শ্রীলংকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স অতটা ভালো নয়। তাই ধারণা করা হয়েছিল টেস্ট এবং ওয়ানডের
মত ২০ ওভারের ক্রিকেট সিরিজেও হয়তো হারতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি হেরে সেই শঙ্কা আরো বাড়িয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু সব ধারণা ভুল প্রমাণ করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে ঠিকই সিরিজ জিতে শ্রীলঙ্কা সফর শেষ করেছে বাংলাদেশ।
দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার তানজিদ হাসান। বাংলাদেশের ইনিংসের প্রথম বলে পারভেজ হোসেন ইমন আউট হলেও বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন তানজিদ হাসান। ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি ছয় ও একটি চারের মার। এটি তার ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস। এর আগে টি-টোয়েন্টিতে তার ইনিংস সর্বোচ্চ রান ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৬৭ রান। আজকেরটি সহ টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচ খেলে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান। তার মোট রান ৬৫৪। আজকের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন অধিনায়ক লিটন দাস। তৌহিদ হৃদয় ২৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কাকে ৭ উইকেটে ১৩২ রানে আটকে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের অফ স্পিনার শেখ মেহেদী। মেহেদী মিরাজের পরিবর্তে দলে জায়গা পাওয়া মেহেদী কাঁপিয়ে দিয়েছেন শ্রীলংকার ব্যাটিং লাইন আপ। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিং করে চার ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শেখ মেহেদী। এর আগে একবার টি-টোয়েন্টিতে চার উইকেট নিয়েছিলেন মেহেদী সেটা গতবছর কিংস টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচের চার উইকেট নিতে আজকের চেয়ে ২ রান বেশি দিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে চার উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী।
বাংলাদেশের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নিয়ে কি ভুলটাই না করে শ্রীলংকা। শ্রীলংকার প্রথম উইকেট তুলে নেন শরিফুল। এরপর টানা চার উইকেট নিয়েছেন শেখ মেহেদী। তার স্পিন ঘূর্ণির কারণেই এক উইকেটে ১৪ রান থেকে পাঁচ উইকেটে ৬৬ রান হয়েছে শ্রীলংকা। মেহেদির স্পিন ঘূর্ণিতে পড়ে আউট হয়েছেন কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, আসালঙ্কা ও নিসানকা।