ক্রীড়া প্রতিবেদক
দায়িত্ব নিয়েছে ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটি। দায়িত্ব নেয়ার পর এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এ্যাডহক কমিটির সভাপতি সালাউদ্দিন আলমগীর। নতুন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে আগের কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফুল দিয়ে নতুন সভাপতি, সাধারণ সম্পাদককে বরণ করে নেন। এরপর নতুন সভাপতি সালাউদ্দিন আলমগীর ফুল দিয়ে এ্যাডহক কমিটির সদস্যদের সাথে পরিচিত হন।
ব্যাডমিন্টনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে নতুন কমিটির সবাইকে স্বাগত জানান। গত ২৩ এপ্রিল ব্যাডমিন্টন ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে এ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
নতুন সভাপতি সালাউদ্দিন আলমগীরে স্বপ্ন অনেক বড়। দেশের ব্যাডমিন্টনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। ব্যাডমিন্টনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন আলমগীর।
গত ১২ বছর ব্যাডমিন্টনের কোন লিগ হয় না। খুব দ্রুত লীগ ও জাতীয় ব্যাডমিন্টন শুরু করা নতুন কমিটির প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন নতুন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন।