ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে যুক্তরাস্ট্র ও ওয়েন্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মাঝেই আজ ঢাকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হলো। মেয়েদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী ৩ থেকে ২০ অক্টোবর দশ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০ ওভারের এই বিশ্বকাপ ক্রিকেট। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ দিনে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ গ্রুপে খেলবে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্ব উত্তীর্ণ হওয়া দল। আর বি গ্রুপে লড়বে স্বাগতিক বালাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব খেলে আসা দল। ৩ অক্টোর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বাছাই পর্ব উত্তীর্ণ হওয়া দলের।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলবে। ২০ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। দেশের মাটিতে বিশ্বকাপ খেলা অনেক সম্মানের বলছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। বিশ্বকাপকে রঙিন করে রাখতে চান তিনি।