ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের শ্যূটিংয়ে এবার যোগ হলো ইরানিয়ান কোচ। রাইফেল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইরানের মোহাম্মাদ জায়ের রেজাই। প্রাথমিকভাবে এক বছরের দায়িত্ব পেয়েছেন নতুন এই রাইফেল কোচ। তবে ফেডারেশন তাকে ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত কোচের দায়িত্ব দিতে চায়।
নতুন এই কোচের সঙ্গে আজ চুক্তি করেছে শ্যূটিং স্পোর্ট ফেডারেশন। এই কোচের মাসিক বেতন ছয় হাজার পাঁচশ ইউরো যা বাংলাদেশী মুদ্রায় ছয় লাখ ৩৫ হাজার টাকা। কোচের মাসিক বেতনসহ বিদেশ ভ্রমণের যাবতীয় খরচ বহন করবে পদ্মা ব্যাংক লিমিটেড। একই সাথে পদ্মা ব্যাংকের সাথেও চুক্তি করেছে শ্যূটিং ফেডারেশন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন শ্যূটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ ও পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন।
দায়িত্ব নিয়ে নতুন কোচ জায়ের রেজাই জানিয়েছেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান শূট্যার আছে। তাই এ দেশে কাজকে বেছে নিয়েছেন তিনি। তিনি জানান স্পোর্টস মাথা ব্যাথার ট্যাবলেটের মতো না। এটা চলমান রাখতে হবে। এশিয়ান গেমসকেই প্রধান টার্গেট করেছেন নতুন কোচ। নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ইন্দোনেশিয়ায়। সেখান থেকে পদকের আশা করছেন শ্যূটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।