নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

গত বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়। ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ দিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে বিসিবি।

নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। সবকিছু ঠিক থাকলে এই অজি আগামী ১৫ এপ্রিল দলের সাথে যোগ দেবেন। আজ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.