নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করল ভারত

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল সফরকারী ভারত। আজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারত ৬ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। নিজেদের টেস্ট ইতিহাসে রান বিবেচনায় এটি সবচেয়ে কম ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার।

সিরিজের প্রথম ও তৃতীয় টেস্টে ইংল্যান্ড যথাক্রমে ৫ উইকেটে ও ২২ রানে এবং দ্বিতীয় ম্যাচ ভারত ৩৩৬ রানে জিতেছিল। চতুর্থ টেস্ট ড্র হয়। শেষ টেস্টে রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডের কাছে সিরিজ হার এড়ায় শুভমান গিলের দল। এনিয়ে তৃতীয়বার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ সমতায় শেষ করল ভারত। এর আগে ২০০২ ও ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া।

দ্য ওভালে চতুর্থ দিন শেষে ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের দরকার ছিল ৪ উইকেট। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭৪ রানের টার্গেটে ৬ উইকেটে ৩৩৯ রান করেছিল ইংল্যান্ড।

১০৬ রানে ৫ উইকেট নেন সিরাজ। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন এই ডান-হাতি পেসার। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট শিকার করা সিরাজই হয়েছেন ম্যাচ সেরা।

যৌথভাবে সিরিজ সেরা খেলোয়াড় হন ভারতের অধিনায়ক শুভমান গিল ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ব্যাট হাতে গিল ৭৫৪ ও ব্রুক ৪৮১ রান করেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.