ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপের নাটকীয় সেমিফাইনালে পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে প্রথমে পুলিশ এগিয়ে গেলেও পরে সমতা আনে বসুন্ধরা। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ইয়াসিন আরাফাত শেষ দিকে গোল করে বসুন্ধরাকে নিয়ে যান টুর্নামেন্টের ফাইনালে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে খালেদ শাফি এমএস বাবলুকেকে ফেলে দিলে ফ্রি কিক পায় পুলিশ। আদিল কুসকুসের ফ্রি-কিক থেকে ড্যানিলো দারুন হেডে বল জালে জড়ালে ম্যাচে এগিয়ে যায় পুলিশ ফুটবল ক্লাব।
এবারের স্বাধীনতা কাপে এই প্রথম গোল হজম করলো বসুন্ধরা কিংস।
তবে ৩০ মিনিটে ইব্রাহিমের গোলে ম্যাচে সমতা আনে বসুন্ধরা কিংস। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাচে বসুন্ধরাকে বেশ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় পুলিশ ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধেও কোন দল জালের ঠিকানা খুঁজে পায়নি। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচের ১১১ মিনিটে দারুন একটি গোলের সুযোগ নষ্ট করে পুলিশ এফসি। আমির উদ্দিন শারিফী দুর্দান্ত একটা বল দিয়েছিলেন আলামিনকে। বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকোকে একা পেয়েও বল জালে জড়াতে পারেন নি আলামিন।
যখন মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে তখনই কাজের কাজটি করে বসেন ইয়াসিন আরাফাত। ১১৮ মিনিটে রবসনের কর্নার থেকে গোল করেন ইয়াসিন আরাফাত। আর এই গোলই বসুন্ধরাকে নিয়ে যায় স্বাধীনতা কাপের ফাইনালে। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী।