ক্রীড়া প্রতিবেদক
২০১৪ সালে প্রথমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলো বাংলাদেশ দল। ঘরের মাঠের ঐ আসরে ৫ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টিতে হেরেছিলো বাংলাদেশ। এরপর চারটি আসরে খেললেও, কোন জয় পায়নি টাইগ্রেসরা। আগামী মাসে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশের প্রথম লক্ষ্য জয়খরা কাটানো। দ্বিতীয় লক্ষ্য সেমিফাইনালে খেলা। এই দুই লক্ষ্য নিয়ে আগামী বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারনে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সড়িয়ে নেয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের।
বিশ্বকাপকে সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন, ফটোসেশনের আনুষ্ঠানিকতা ছিলো বাংলাদেশের। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের লক্ষ্যের কথা জানাতে গিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য তেমনি গোটা দলেরই লক্ষ্য হলো- আমরা যেন একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে সব দলই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে আসে। আমাদের লক্ষ্য থাকবে লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা বিশ্বকাপে একটি জয়, সেটা যেন পেতে পারি। সেই লক্ষ্যই থাকবে।’