ক্রীড়া প্রতিবেদক
নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসছে আট দলের এই আসর।
২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন। এই মেগা আসরে খেলতে যাওয়ার আগে নারী দলের আক্ষেপের জায়গা হলো, যথেষ্ট আন্তর্জাতিক সিরিজ খেলতে না পারা। সেই আক্ষেপের কথা সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে পাকিস্তান। আন্তর্জাতিক সিরিজ খেলার মধ্যে ছিল ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডও। বিশ্বকাপের ঠিক আগে কোনো আন্তর্জাতিক দলকেই খেলার জন্য পায়নি বিসিবি।
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ না পাওয়ার আক্ষেপ নিয়ে জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজ খেলে যেতে পারলে খুব ভালো হতো। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে আমরা আর চিন্তা করছি না। যেটা হয়েছে সেটা নিয়েই আমরা চেষ্টা করছি এবং ক্রিকেটাররা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে।’