নিউজিল্যান্ডের টেস্টে সবচেয়ে বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে করেছিল ১২৫ রান। দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১১৭ রান। তাতেই বুলাওয়ে টেস্টে মাত্র আড়াই দিনে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

নিজেদের ক্রিকেট ইতিহাসে টেস্টে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় কিউইদের। আর টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০১২ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই নেপিয়ারে এক ইনিংস ও ৩০১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এতদিন ওটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারিয়েছিল তারা। দ্বিতীয় সর্বোচ্চ জয় অস্ট্রেলিয়ার, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছিল এক ইনিংস ও ৩৬০ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডের এই জয়টা এলো অস্ট্রেলিয়ার চেয়ে এক রান কমে (এক ইনিংস ও ৩৫৯ রানে)।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.