ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস গড়ে নতুন বছর শুরু করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জিতেছে টাইগাররা। আর এতে করেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন মুমিনুলরা। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখল নিউজিল্যান্ড।
টেস্টের চতুর্থ দিনে জয়ের মঞ্চ অনেকটা প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ দল। ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তাদের লিড ছিল ১৭ রানের। এই অবস্থা থেকে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬৯ রানে। এর ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৪০ রানের। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন এবাদত হোসেন। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। প্রথম ইনিংসে এবাদত ১ উইকেট নিয়েছিলেন।
৪০ রানের টার্গেটে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। অধিনায়ক মমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।