নিউজিল্যান্ডের বিপক্ষে কাল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে এক বা দু’টি ব্যক্তিগত পারফরমেন্সের চাইতে দলগত অবদান বেশি প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ১৫১ বলে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন সৌম্য সরকার। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৫ রান। কিন্তু দলের অন্য ক্রিকেটাররা জ্বলে উঠতে না পারায় হারতে হয় বাংলাদেশকে। তৃতীয় ও শেষ ওয়ানডের আগে শান্ত বলেন, ‘কিছু ব্যক্তিগত পারফরমেন্স থাকলেও আমরা কিন্তু দল হিসেবে খেলতে পারিনি। আমার মতে, এটিই আমাদের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘দলের মধ্যে আরও ভালো পারফরমেন্স ও জুটির প্রয়োজন। আমি এখনও বিশ্বাস করি নিউজিল্যান্ডের মাঠে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি প্রতিটি ম্যাচকে সুযোগ হিসেবে দেখি। আমার বিশ্বাস আমরা ইতিহাসকে নতুন করে লিখতে পারবো।’

দু’টি ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে মাঝারি মানের পারফরমেন্স করেছে বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার ব্যাটাররা ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি, যা হারের মূল কারণ ছিল। একই সাথে শরিফুল ইসলাম ছাড়া কেউই ভালো বল করতে পারেনি। শান্ত বলেন, ‘টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে। নতুবা একজনের পক্ষে একা ম্যাচ জেতানো সম্ভব নয়। শেষ ম্যাচে ইনিংস ধরে খেলেছেন সৌম্য। কিন্তু মুশফিক ছাড়া কেউই তাকে সঙ্গ দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘নতুন খেলোয়াড় হিসেবে ভালো স্পেল বোলিং করেছেন রিশাদ হোসেন। নতুন বলে ভালো বোলিং করেছে শরিফুল। যদি দল হিসেবে খেলতে পারলে আমরা ভালো করবো।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.