মোঃ শফিকুল আলম, গৌহাটি থেকে
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। গৌহাটিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে সাড়ে তিনটায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হেরেছে টাইগ্রেসরা।
আজ সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন নাহিদা আক্তার। তিনি জানান, ‘গত ম্যাচে কিন্তু আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, বোলিং বিভাগ হিসেবে আমরা খুব ভালো করেছি। একই ফোকাস থাকবে। ব্যাটাররাও ভালো করেছে। তারা যে খারাপ করছে তা নয়। হয়তো ২-১ জন আরেকটু ভালো করলে, রানটা আরেকটু বেশি হতে পারত। আমরা আগামীকালের ম্যাচ নিয়ে চিন্তিত। আগামীকালের ম্যাচটা কীভাবে খেলব সেটা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
ইংলিশ মেয়েদের বিপক্ষে ম্যাচ অতীত বললেও ফের নিজেদের দুর্বলতা উল্লেখ করে নাহিদা বলেন, ‘আমার মনে হয়, লাস্ট যে ম্যাচটা ছিল, শুরুতে উইকেট পড়ে যাওয়ায় আমরা কিছু ডট খেলে ফেলেছি। আমাদের পরের যে ব্যাটাররা ছিল, সোবহানা খুব ভালো ইনিংস খেলেছে। আমাদের সব ব্যাটাররাই খুব ভালো খেলছে। হয়তো ২-১টা জায়গায় কলাপ্স করছি। সেটা নিয়ে আমরা কাজ করছি। পরবর্তী ম্যাচ থেকে আমাদের ব্যাটাররা আরও ভালো করবে।’