নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামীকাল শুরু হচ্ছে। দলের বোলিং আক্রমন যথেষ্ট ভালো হওয়ায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট  সিরিজ  জয়ের ব্যপারে আশাবাদী  বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  তার মতে ঘরের মাঠে টেস্ট জয়ের  মতো বোলিং আক্রমন বাংলাদেশের আছে। আজ সিলেটে শান্ত বলেন, ‘ঘরের মাঠে টেস্ট জয়ের জন্য যথেষ্ট ভালো বোলিং আক্রমন আমাদের আছে। আসলে এটিকে (ঘরে টেস্ট ম্যাচ জয়) আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। ‘ তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ঘরের মাঠে টেস্ট জয়। তারপর আমরা চিন্তা করবো, কিভাবে ঘরের বাইরে টেস্ট ম্যাচ জিততে পারি।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৩ সালের পর বাংলাদেশের মাটিতে এটিই প্রথম টেস্ট দু’দলের। ইনজুরি আক্রান্ত অধিনায়ক সাকিব আল হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে খেলছেন না সিনিয়র ওপেনার তামিম ইকবালও। পিতৃত্বকালীন ছুটিতে আছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাস।

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের দু’টি ম্যাচসহ বাংলদেশকে তিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া শান্তকেই টেস্টের দায়িত্ব দিয়েছে বিসিবি। অধিনায়ক হিসাবে বড় ফরম্যাটে প্রথমবার নেতৃত্ব দিবেন শান্ত। অভিজ্ঞতায় ভরপুর নিউজিল্যান্ড দলের বিপক্ষে একটি অনভিজ্ঞ দল পেয়েছেন শান্ত। কিন্তু শান্ত মনে করেন, সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে নিজেদের সামর্থ্য দেখানোর সেরা সুযোগ তরুণদের।

শান্ত বলেন, ‘একটা সময় আসবে যখন এই সিনিয়র খেলোয়াড়রা ক্রিকেট খেলবে না। এর মানে হলো, সাকিব আল হাসান-তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের মতো যারা এখনও খেলছেন তারা ক্রিকেট থেকে অবসর নিবেন। এজন্য নিজেদেরকে আরও শক্তভাবে প্রমানের জন্য ভালো সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। এটি তাদের জন্য একটি সুযোগ এবং আমি বিশ্বাস করি, ভালো পারফরমেন্স প্রদর্শনের করে সামনের দিকে এগিয়ে যাবে তারা।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.