ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে আফগানিস্তানের স্বপ্নযাত্রা থামছেই না। সাত ম্যাচের চারটিতে জয়। নেদারল্যান্ডসকে আজ ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা ধরে রাখলো আফগানিস্তান। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা। ৮ পয়েন্ট আছে টেবিলের তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ও চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডেরও। আফগানিস্তানের বাকি আর দুই ম্যাচ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা আছে তাদের। প্রতিপক্ষ অনেক শক্তিশালী হলেও সেমির আশা ছাড়ছে না আফগানিস্তান।
টস জিতে ব্যাটিং নিয়ে নেদারল্যান্ডসের ব্যাটিংয়ে ঘটেছে আজ ব্যতিক্রমী ঘটনা। নেদারল্যান্ডস ১৭৯ রানে অলআউট হলেও এখানে বড় কৃতিত্ব আফগান বোলারদের নয়। দশ উইকেটের মধ্যে ছয়টি নিয়েছেন আফগানিস্তানের বোলাররা। নেদারল্যান্ডসের বাকি চার উইকেটের পতন হয়েছে রান আউটের কারণে।
প্রথম ওভারেই উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছিল তারা। দ্বিতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন ম্যাক্স ও’ডোউড ও কলিন অ্যাকারম্যান। তাদের দুই থেকে চার নাম্বার পর্যন্ত ব্যাটার রান আউট হয়েছেন। যার শুরুটা ম্যাক্স ও’ডোউডকে দিয়ে। ৪২ রান করেছেন তিনি। অ্যাকারম্যানও রান আউট হয়েছেন ২৯ রান করার পর। অ্যাকারম্যান আউট হওয়ার পরের বলেই রান আউট হয়ে গেছেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। ভালো ব্যাট করে হাফ সেঞ্চুরি করেছিলেন সাইব্রান্ড এঞ্জেলব্রেখট। তিনিও ৫৮ রান করে রান আউট হয়েছেন।
শেষ দিকে দ্রুত উইকেট হারালে দু’শো রানও করতে পারেনি নেদারল্যান্ডস। ৪৬ ওভার ৩ বলে ১৭৯ রানে অলআউট হয় তারা। মোহাম্মদ নবী ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন নূর আহমাদ।
ছোট টার্গেটে পৌছাতে সমস্যাই হয়নি ইনফর্ম আফগানিস্তানের। যদিও ৫৫ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। দলীয় ২৭ রানে রহমানউল্লাহ গুরবাজ ও ৫৫ রানে ইব্রাহিম জাদরান আউট হয়েছেন। এরপর ভালো একটি জুটি গড়েন রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদী। তৃতীয় উইকেটে ৭৭ বলে ৭৪ রান করেন তারা। রহমত শাহ ৫২ রানে আউট হলে ভাঙে এই জুটি। আর কোন উইকেট যায়নি আফগানিস্তানের। অধিনায়ক হাসতউল্লাহ শাহিদী ৫৬ ও আজমতউল্লাহ উমরজাই ৩১ রানে অপরাজিত থাকেন। ১১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান।