মোঃ শফিকুল আলম
২০১৭ সালে হয়নি। ২০১৯ এ হয়নি। হয়নি ২০২২ এ। শেষ পর্যন্ত ২০২৪ এ হলো। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে এর আগে তিনবার ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসলো ২০২৪ সালের ২৮ আগস্ট। ফাইনাল ম্যাচে নেপালের মাটিতে নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। ৪-১ গোলের বড় ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব ২০ এর শিরোপা জিতল বাংলাদেশ।
অথচ গ্রুপ পর্বে এই নেপালের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল মারুফুল হকের ছেলেরা। সেমিফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ ছিল দারুন উজ্জীবিত। ফাইনালে যা মাঠের পারফরম্যান্সে তুলে ধরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দিয়েছে বাংলাদেশ দল। চার গোলের দুটিই করেছেন মিরাজুল ইসলাম। প্রথমার্ধের শেষ দিকে মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে হ্যাটট্রিক এর সম্ভাবনা জাগিয়েছিলেন মিরাজুল।
৭১ মিনিটে মিরাজুল এর অ্যাসিসটে রাহুল গোল করলে শিরোপা জয় তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। মনোবল ভেঙে বিধ্বস্ত নেপাল তখন ব্যবধান কমানোর চেষ্টায়। ৮০ মিনিটে এক গোল শোধ করে তারা। ৯০ মিনিট শেষে যোগ করা ইনজুরি টাইমে পিয়াস গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।