ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই এবার নেপাল থেকে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। এর আগে তিনবার সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। একবার নেপাল ও দুইবার ভারতের কাছে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের ফুটবলারদের।
টুর্নামেন্ট খেলতে আসার আগে দেশে বাংলাদেশ দলের হেড কোচ মারুফুল হক জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই খেলবে তার দল। তবে সেমিফাইনালে ভারত সামনে আসায় বড় বাধা তৈরি হয়ে যায় বাংলাদেশের সামনে। সেই বাধা দূর করে ফাইনালের মঞ্চে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল পৌনে তিনটায় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে অবশ্যই এই নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে কোচ মারুফুল হক জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশের অধিনায়ক ও গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। তার বদলি হিসেবে খেলে আস্থার প্রতিদান দিয়েছেন মোঃ আসিফ। টাইব্রেকারে ভারতের দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন টুর্নামেন্টের ফাইনালে। শিরোপার লড়াইয়ে আসিফের উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের সাথে জয়ের পর পাল্টে গেছে পুরো দলের মনোভাব। আগের চেয়ে দল আরো অনেক উজ্জীবিত বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ। স্বাগতিক হিসেবে নেপাল বাড়তি সুবিধা পেলেও ও মাঠেই সব প্রমাণ করতে চায় বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক শ্রাবণ ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় ফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আশরাফুল হক আসিফ।