ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস গড়তে আর মাত্র একটি জয় দূরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে ফাইনালের মঞ্চে পৌছে গেছে সাবিনারা। শিরোপা যুদ্ধে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আগামী সোমবার ফয়সালা হবে কার হাতে যাচ্ছে সাফের শিরোপা।
ভারতের বিদায়ে নিশ্চিত হয়েছে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা যাচ্ছে নতুন কোন দেশে। এর আগের পাঁচটি আসরে সববারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নেপাল আগে চারবার ফাইনালে গিয়ে একবারও শিরোপা জিততে পারেনি। আর বাংলাদেশ একবারই ফাইনালে গিয়েছিল ২০১৬ সালে। কিন্তু ভারতের কাছে ৩-১ গোলে হেরে সাফের শিরোপার স্বাদ নেওয়া হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার স্বপ্ন পূরণ হবে বিশ্বাস করেন মারিয়া মান্ডা, আঁখি খাতুনরা। ফাইনালে আসতে কোন দলকেই পাত্তা দেয়নি বাংলাদেশ। এমনকি ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছে সাবিনারা। তবে ফাইনালের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। তাই মাথা ঠান্ডা রেখেই চূড়ান্ত সাফল্য পাওয়ার কথা বলছেন সহ-অধিনায়ক মারিয়া মান্ডা।
টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে ফুটবল খেলে ফাইনালে এসেছে বাংলাদেশ তার ধারবাহিকতা শিরোপার মঞ্চেও ধরে রাখবে মেয়েরা। ফাইনাল পর্যন্ত আসতে চার ম্যাচে ২০ গোল দিয়েছে বাংলাদেশ। বিপরীতে কোন গোল হজম করেনি। ডিফেন্সের কাজটা ঠিকঠাকভাবে করে যাচ্ছেন আখি খাতু, মাসুরা পারভীনরা।