ক্রীড়া প্রতিবেদক
সাফের শিরোপা জয়ের পর প্রথম সিরিজেই হারলো বাংলাদেশের মেয়েরা। নেপালের কাছে ফিফা আন্তর্জাতিক দুই ম্যাচের সিরিজে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। দ্বিতীয় ম্যাচেও নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশুন্য থাকে। আগেই নির্ধারিত ছিল এই ম্যাচও ড্র হলে সিরিজ বিজয়ী নির্ধারিত হবে টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত করেছে নেপাল। বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়ে উল্লাসে মাতে নেপালের মেয়েরা। এই জয়ের ফলে সাফে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ কিছুটা হলেও নিল নেপালের মেয়েরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজকের ম্যাচ অবশ্য নির্ধাররিত ৯০ মিনিটে তেমন নজড় কাড়তে পারেনি দু’দলের খেলা। যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু অধিনায়ক সাবিনা খাতুনের ফ্রি কিক ক্রস বারে লাগলে হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধে অবশ্য নেপালের সাবিত্রা ভান্ডারী দুই বার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
এই স্কোরলাইন একই থাকে নির্ধারিত ৯০ মিনিট শেষেও। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের হয়ে শামসুন্নাহার ও মনিকা চাকমা গোল করলেও লক্ষ্যভেদ করতে পারেন নি শিউলি আজিম ও মারিয়া মান্ডা। নেপাল থেকে বাংলাদেশের মেয়রা সাফের শিরোপা নিয়ে আসলেও এখন বাংলাদেশ থেকে সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরছে নেপালের মেয়েরা।