ক্রীড়া প্রতিবেদক
নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে স্বাগতিক ভারত। সেই বিধ্বস্ত নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামীকাল ১৭ মার্চ টুর্নামেন্ট শুরু করছে বাংলাদেশ দল। জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
তিন দলের টুর্নামেন্ট। প্রতিটি দল একে অন্যে সাথে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন।
জামশেদপুরে তিন দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অধিনায়ক শামসুন্নাহার। টুর্নামেন্ট শেষ হবে ২৫ মার্চ।