নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিততে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। দুটি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে নেপাল যার প্রথমটি অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। সাবিনা খাতুনের গোলে বাংলাদেশ প্রথমে এগিয়ে গেলেও ম্যাচের শেষ দিকে গোল করে পরাজয় এড়ায় নেপাল।

নেপালে সাফের শিরোপা জয়ের প্রায় দশ মাস পর প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ প্র্যাকটিসের অভাবে খেলায় সেই ছন্দ পুরাপুরি ছিল না সাবিনাদের। তবে আগামীকাল ভালো ফুটবল উপহার দিতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশ ও নেপাল  রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অবস্থান করছে। বাংলাদেশ দলকে উৎসাহ দিতে আজ দুপুরে হোটেলে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজ সালাউদ্দিন । তিনি নিজেও স্বীকার করেছেন প্রথম ম্যাচে সেই ছন্দে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ দলকে। তবে আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল আগের চেহারায় ফিরবে বলে বিশ্বাস করেন তিনি।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.