নৌবাহিনী ৮-২ গোলে হারালো বিকেএসপিকে

ক্রীড়া প্রতিবেদক

পেনাল্টি কর্ণার মাস্টার আশরাফুল ইসলামের পাঁচ গোলে সোমবার প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৮-২ গোলে হারিয়েছে বিকেএসপিকে। আশরাফুল ইসলাম স্কুপ, প্লেসিংয়ের সম্বন্বয়ে থেকে পাঁচটি গোল করে নীল টার্ফে ছোটান আগুনের ফুলকি। ১ম, ১০ম, ২৬তম ২৭তম ও ৪১তম মিনিটে গোলগুলো করেন তিনি। বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ৭ম মিনিটে, ফজলে হোসেন রাবি ৩৫ মিনিটে এবং মাহবুব হোসেন ৪৯ মিনিটে।

বাংলাদেশ নৌবাহিনী দলে ৯ জন জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন আর তাদের প্রতিপক্ষ সবাই বিকেএসপির শিক্ষার্থী। তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপি তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। তানভীর রহমান সিয়াাম ১৭ তম এবং হুজাইফা হুসাইন ২৪ তম পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ৩-২ এ নিয়ে আসেন। তবে শেষ পর্বন্ত সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন একই ছিল।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়জুল হাসান, এনএসসির সচিব আমিনুল ইসলাম সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.