ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকার থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে হার এড়াতে পারলো না ঢাকা ক্যাপিটাল। খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা। দুই ম্যাচের দু’টিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো খুলনা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে দলীয় ৯৩ রানে ষষ্ঠ উইকেট পতন হয় খুলনার। ওপেনার অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিসতো ২৬, মিডল অর্ডারে আফিফ হোসেন ১, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৮ ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ৫ রানে আউট হন।
১৩তম ওভারে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে ২৯ বলে ৪৩ রানের জুটিতে খুলনাকে চাপমুক্ত করেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। ১৮তম ওভারে জিয়াকে আউট করে জুটি ভাঙেন পেসার মুস্তাফিজুর রহমান। ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করেন জিয়া।
পরের ওভারে পেসার আবু জায়েদের বলে আউট হন অঙ্কন। দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ১টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে আবু হায়দার ও নাসুম আহমেদ ২৩ রান তুলে ২০ ওভারে ৮ উইকেটে খুলনাকে ১৭৩ রানের পুঁজি এনে দেন।
জবাবে খুলনার দুই বোলার মিরাজ ও আবু হায়দারের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় ঢাকা। এ সময় মিরাজ ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন। দলকে লড়াইয়ে ফেরাতে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শ্রীলংকান থিসারা পেরেরা। ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করার পর স্বদেশী ডি সিলভাকে নিয়ে চার-ছক্কার ফুলঝুড়ি ফোটান পেরেরা। ইনিংসের শেষ বলে চার মেরে ৬০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান পেরেরা। তার সেঞ্চুরির পরও ৬ উইকেটে ১৫৩ রানের বেশি করতে না পারায় হারতে হয় ঢাকাকে।৯টি চার ও ৭টি ছক্কায় ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন পেরেরা।