ক্রীড়া প্রতিবেদক
সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে নিয়ে ছেলে খেলা করলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে সাবিনারা। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে বাংলাদেশ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে পাকিস্তানকে। বিশাল এই জয়ে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল মালদ্বীপকে। আর ভারত তাদের প্রথম ম্যাচে একই ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছিল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। তিন মিনিটেই মনিকা চাকমার গোলে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিরাত জাহান স্বপ্না।
এরপর গোল করার নেশা পেয়ে বসে সাবিনা খাতুনকে। ৩১ মিনিটে সাবিনা গোল করলে বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। চার মিনিট পর আবারও সাবিনা খাতুনের গোল। চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৫৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। ৭৭ মিনিটে ষষ্ঠ গোল পাকিস্তানের জালে। বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন রিতু পর্ণা চাকমা। গ্রুপে বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতের বিপক্ষে।